মাওবাদী যোগের অভিযোগে সরকারি কর্মীকে সাসপেন্ড করল কেরল সরকার

এক মানবাধিকার কর্মীকে মাওবাদী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে সাসপেন্ড করল কেরল সরকার।   রাজেশ কোল্লাকান্ডির অপরাধ ‘ভুয়ো’ সংর্ঘষে নিহত  মাওবাদী নেতার আত্মীয়ের থাকার ব্যবস্থা করে দিয়েছিল সে। সরকারি আদেশে বলা হয়েছে রাজেশ সরকারি কর্মী হয়েও  চাকরির আচরণ বিধি ভঙ্গ করেছে। ৯ বছর ধরে সরকারি দফতরে কাজের পাশাপাশি রাজেশ একজন মানবাধিকার সংগঠন JMP এর সদস্যও। দ্য নিউজ মিনিটকে দেওয়া সাক্ষাত্কারে রাজেশ জানিয়েছেন ভুয়ো সংর্ঘষের বিরুদ্ধে তাদের কন্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছে পুলিস।