মাওবাদী নেতার তথ্য সরকারকে জানাতে নির্দেশ আদালতের

কয়েকদিন আগে মালকানগিরিতে ৩০ মাওবাদী গেরিলাকে সংর্ঘষে মারার দাবি করেছে পুলিস। মঙ্গলবার সেখানকার জলাধারে আরো দুটি দেহ ভাসতে দেখা গেছে বলে জানাচ্ছে sakshi post। সেই সময় সেখানে ছিলেন মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা রামকৃষ্ণ ওরফে আরকে। sakshi post এর রিপোর্ট অনুযায়ী  ওই মাওবাদী নেতার  স্ত্রী  অভিযোগ পুলিস নিজেদের হেফাজতে রেখে  আরকে’কে হত্যার পরিকল্পনা করছে। আর তাই হায়দরাবাদ হাইকোর্টে সোমবার হেবিয়াস করপাস দায়ের করেছেন রামকৃষ্ণের স্ত্রী শীর্ষা। আদালত সরকারের কাছে সংঘর্ষ ও আরকে সম্পর্কে তথ্য জানতে চায়। অ্যাডভোকেট জেনারেল তা জানাতে পারেননি। বৃহষ্পতিবারের মধ্যে আরকে ও সংঘর্ষের বিস্তারিত তথ্য আদালতকে জানাতে  নির্দেশ দিয়েছেন বিচারপতি।