Skip to content
সিপিআই(মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য রামকৃষ্ণ পুলিসের হেফাজতে নেই। হায়দরাবাদ হাইকোর্টকে জানাল অন্ধ্র সরকার। sakshipost এর রিপোর্ট অনুযায়ী ওই মাওবাদী নেতার স্ত্রী অভিযোগ নিজেদের হেফাজতে রেখে RKকে হত্যার পরিকল্পনা করছে পুলিস। আর তাই হায়দরাবাদ হাইকোর্টে সোমবার হেবিয়াস করপাস দায়ের করেন রামকৃষ্ণের স্ত্রী শীর্ষা। এরপরই সরকারকে RK ও সংঘর্ষ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দেয় আদালত। এরপর বৃহষ্পতিবার সরকার জানায় RK পুলিসের হেফাজতে নেই। অন্যদিকে রামকৃষ্ণ যে পুলিসি হেফাজতে রয়েছে তার প্রমাণ মাওবাদী নেতার স্ত্রীকে আগামী ২ সপ্তাহের মধ্যে আদালতে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।