ইস্তাম্বুলে মাওবাদীদের সশস্ত্র পদক্ষেপের সংবাদ

গত ১৪ই নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলের এসেন্যুরত জেলার কিরকুকে মাওবাদী TIKKO (তুরস্কের শ্রমিক ও কৃষকদের মুক্তি সেনা)  একটি সশস্ত্র অভিযান চালায়।

২০০৪ সালের ৯ই নভেম্বরে দারসিমে শহীদ কমরেড Aşkın Günel এবং Cafer Kara এর স্মরণে এই সশস্ত্র অ্যাকশন চালানো হয়। এসময় জেলা পুলিশের সদর দপ্তরে ভারী অস্ত্র দিয়ে গুলি চালানো হয়।

এই সশস্ত্র অবস্থান থেকে TIKKO পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, তারা “শান্ত থাকবে না এবং নিপীড়িত কুর্দি জনগণের ওপর ফ্যাসিস্ট আক্রমণকারীদের বিশ্রাম নিতে দেবে না”।

ইতিমধ্যে গত ২৯শে অক্টোবর মাওবাদীরা পেন্দিক জেলার আয়দোসেও একটি সশস্ত্র পদক্ষেপ চালায়।

এসময় পেট্রোল বোমা এবং ভারী অস্ত্র দ্বারা সুরক্ষিত একটি সশস্ত্র বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ২০১৫ সালের ২২শে অক্টোবরে শহীদ কমরেডদের স্মরণে অনুষ্ঠিত এই সমাবেশটি “টিকেপি / এমএল (তুরস্কের কমিউনিস্ট পার্টি / মার্কসবাদী-লেনিনবাদী) কর্তৃক সংগঠিত এবং প্রসারিত গণযুদ্ধ” এর অংশ হিসেবে পরিচালিত হয়।

উল্লেখ্য যে,  TIKKO  হচ্ছে  তুরস্কের কমিউনিস্ট পার্টি / মার্কসবাদী-লেনিনবাদী এর সামরিক শাখা।